নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান
নির্বাচন যতো দেরিতে হবে, ষড়যন্ত্র ততো বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, সাবেক সরকারের কর্তৃত্ববাদী শাসন দেশী এবং বিদেশী উভয় প্রভুদের সাথে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
শনিবার (২৩ নভেম্বর) বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভার্চ্যুয়ালি অংশ নেন তারেক রহমান।
স্থানীয় টাউন ফুটবল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জোর দিয়ে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়ন সম্ভব।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে, তা বিএনপিরও কাঙ্ক্ষিত। আরও সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্রকারীরা পরিস্থিতির সুযোগ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান।
২৫ বছর পর জেলা বিএনপির এই সম্মেলনের কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের ৩১টি পয়েন্ট বিষয়ক কর্মশালা এবং জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে