Views Bangladesh Logo

স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থামেনি: তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বৈরাচারের পতন সত্ত্বেও তাদের ষড়যন্ত্র থামেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সতর্ক করে বলেন, এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারেক রহমান বলেন, ঐতিহ্যগতভাবে সকলের সহযোগিতায় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীরা হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে দুর্গোৎসবের সময় একাধিকবার এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে।

তিনি বলেন, স্বৈরাচারের পতনের পরও ষড়যন্ত্র থামেনি। তাই এবারের শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্নে উদযাপনের জন্য বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সমন্বিতভাবে সর্বস্তরের জনগণের সহায়তায় সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে।

তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা উল্লেখ করে বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টকারী যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও স্পষ্ট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ