'প্রিটি লিটল বেবি' খ্যাত পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই
১৯৫০ ও ৬০-এর দশকে পপ সংগীতের জনপ্রিয় মুখ কনি ফ্রান্সিস আর নেই। ৮৭ বছর বয়সে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছে তার সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান কনচেটা রেকর্ডস।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট রন রবার্টস বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে এই দুঃসংবাদটি জানান। পরে সেটি ফ্রান্সিসের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়।
রবার্টস লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে ও গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিস গতরাতে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি জানি, কনি চাইতেন তার ভক্তরাই প্রথম এই খবরটি জানুক।’
তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও জানা গেছে, সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে তিনি ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন ছিলেন। ৪ জুলাই ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘এখন অনেকটাই ভালো লাগছে।’
কনি ফ্রান্সিসের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘স্টুপিড কিউপিড’, ‘হু’স সরি নাও’, এবং ‘প্রিটি লিটল বেবি’।
নিউ জার্সির নিউয়ার্কে জন্ম নেয়া এই গায়িকার আবেগময় গায়কী এবং স্বচ্ছ কণ্ঠস্বর তাকে এক সময়ের পপ সংগীতের অনন্য চরিত্রে পরিণত করে।
তার ১৯৬২ সালের গান ‘প্রিটি লিটল বেবি’ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে-এ ভাইরাল হওয়ায় নতুন প্রজন্মের কাছেও তিনি জনপ্রিয় হয়ে ওঠে।
গানের পাশাপাশি কনি ফ্রান্সিস অভিনয় করেছেন একাধিক চলচ্চিত্রেও। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘হোয়েন দ্য বয়েজ মিট দ্য গার্লস’, ‘ফলো দ্য বয়েজ’, ‘লুকিং ফর লাভ’, অ্যান্ড ‘হোয়্যার দ্য বয়েজ আর’—যা তার ১৯৬১ সালের একটি হিট গানের নামেই নির্মিত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে