রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি টকমপ্লিট শাটডাউন’- পালন করছেন। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনার পর এ কর্মসূচি শুরু হয়েছে। ফলে পুরো ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়েছে।
সোমবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়। প্রশাসন ভবনের সামনে ও শহীদ বুদ্ধিজীবী চত্বরে শিক্ষক-কর্মকর্তারা অবস্থান নেন। প্রশাসন ভবনসহ বিভিন্ন দপ্তরের দরজায় তালা ঝুলছে।
ক্যাম্পাসের বাস চালু থাকলেও তাতে শিক্ষার্থীদের দেখা যায়নি। খাবারের দোকানগুলো ছিল প্রায় ফাঁকা, অনেক দোকান বন্ধও রয়েছে।
রোববার রাতে জুবেরী ভবনে বৈঠক শেষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম এবং অফিসার্স সমিতি আলাদা ঘোষণায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।
এর আগে গত বৃহস্পতিবার পর্যন্ত রাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ ছিল ক্যাম্পাসে। তবে সে দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ শর্তে বাতিল হওয়া পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে শনিবার জুবেরী ভবনে তাদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তাদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর জেরে রোববার এক দিনের কর্মবিরতি পালনের পর সোমবার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে