জিএম কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
গণঅধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র-অধিকার পরিষদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝির করা অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিনেরও নাম উল্লেখ করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘হামলার ঘটনা উল্লেখ অভিযোগ দিয়েছেন তারা। অভিযোগটির তদন্ত করব। ঘটনার সময় ও স্থান যাচাইয়ের পর সত্যতা পেলে মামলা নেয়া হবে।
২৯ আগস্ট বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নিয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) বাসায় ফিরেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে