আজ ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে
চার দিনের সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন অংশীদারের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা ও সম্পৃক্ততা বাড়াতেই তার এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
কমনওয়েলথ জানায়, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফরে মহাসচিব বচওয়ে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং নাগরিক সমাজসহ নানা অংশীদারের সঙ্গে বৈঠক করবেন। আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা হয়েছে।
সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন। এসব সংলাপে শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে কমনওয়েলথ কীভাবে আরও ভূমিকা রাখতে পারে- তা নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা তুলে ধরবেন, যার তিনটি মূল স্তম্ভের একটি হলো গণতন্ত্র। পাশাপাশি বাংলাদেশের জন্য কোন ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে, তা জানতেও বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সফরের আগে এক বিবৃতিতে মহাসচিব বচওয়ে বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ কমনওয়েলথের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি দেশের বর্তমান পরিস্থিতি কাছ থেকে বুঝতে বিস্তৃত পরিসরের অংশীদারের সঙ্গে কথা বলতে চান এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সহায়তার ক্ষেত্র চিহ্নিত করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে কমনওয়েলথের দীর্ঘদিনের অংশীদারিত্ব আগামী নির্বাচনের আগে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।
কমনওয়েলথ জানায়, এই সফরটি গত মাসে ঢাকায় আসা তাদের প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশনের ধারাবাহিকতা, যারা বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অংশীদারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে