Views Bangladesh Logo

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কমনওয়েলথ। শনিবার (২০ ডিসেম্বর) সংস্থাটির মহাসচিব শির্লে বোচওয়ে এক বিবৃতিতে শোক জানানোসহ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যুতে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন এবং তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের কথাও জানান।

তিনি আরও বলেন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং গণমাধ্যমকর্মীসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি তিনি আহ্বান জানাচ্ছেন। সহিংসতার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রতিশ্রুতিকে তিনি স্বাগত জানান। একই সঙ্গে সংযম, দায়িত্বশীল আচরণ ও ঘৃণা পরিহারের যে আহ্বান জানানো হয়েছে, তাতেও তিনি সমর্থন প্রকাশ করেন। এই সংকটময় সময়ে শান্তি বজায় রাখা এবং সর্বোচ্চ ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনের ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে শনিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। টানা সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ