তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধ নিষ্পত্তিতে কমিটি গঠনের উদ্যোগ: ধর্মবিষয়ক উপদেষ্টা
তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন।
বুধবার সচিবালয়ে দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
খালিদ হোসেন বলেন, 'কমিটি একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত হবে এবং এতে দুই পক্ষ থেকেই সদস্য অন্তর্ভুক্ত করা হবে।'
তিনি আরও বলেন, 'আমরা আশা করি, এই কমিটি দুই পক্ষকে একটি ঐক্যমতের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে সহায়ক হবে।'
বৈঠকে স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খন্দকার বখশ চৌধুরীও উপস্থিত ছিলেন।
খালিদ আরও জানান, আলোচনাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, 'আমরা নেতৃবৃন্দকে চায়ের আমন্ত্রণ জানিয়ে আলোচনায় বসি এবং তাদের মধ্যে মতপার্থক্যকে সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করি।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে