Views Bangladesh Logo

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৫ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং বিশেষ ডাক সিলমোহর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে এগুলোর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ঐতিহাসিক এই দিবসকে স্মরণ করে প্রকাশিত স্মারক ডাকটিকিট জাতির গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাসের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ জাতীয় স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ইতিহাসচর্চাকে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা সি. আর. আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আযম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ