সারা দেশে কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার দেশের ২৪টি জেলায় শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিরাজ করছিল। এর মধ্যে রয়েছে রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, আগের দিনের তুলনায় শৈত্যপ্রবাহে আক্রান্ত জেলার সংখ্যা কিছুটা কমেছে। এর আগের দিন ৪৪টি জেলায় শৈত্যপ্রবাহের খবর পাওয়া গিয়েছিল। তাপমাত্রা সামান্য বাড়লেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের প্রভাব এখনো উল্লেখযোগ্য।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। এর এক দিন আগে নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যদিও এর বিস্তার ওঠানামা করতে পারে। পাশাপাশি দীর্ঘস্থায়ী নিম্ন তাপমাত্রা ও ঘন কুয়াশার কারণে বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে