Views Bangladesh Logo

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, সামনে বাড়তে পারে শীতের তীব্রতা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন কুয়াশায় আচ্ছন্ন দেশজুড়ে সূর্যের দেখা মিলছে না। শীতল মাটির সঙ্গে হিমেল বাতাস মিলিয়ে জনজীবন বিপর্যস্ত। টানা তিন দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে; গতকালও সাতটি জেলায় শীতের তীব্রতা ছিল স্পষ্ট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৫ জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও ৬ জানুয়ারি থেকে শীত আরও জোরালো হতে পারে। কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭–৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানুয়ারিতে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে—শুক্রবার ৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার দাপটে শহর-গ্রামে মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা।

ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যাহত হয়েছে। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি ফ্লাইট অন্য গন্তব্যে ডাইভার্ট করতে হয়েছে। কুয়াশায় সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।

রাতে থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে; কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। চালকদের সতর্ক হয়ে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে।

এদিকে শৈত্যপ্রবাহের কারণে ঢাকায় বায়ুদূষণও বেড়েছে। শুক্রবার সকালে রাজধানীর একিউআই সূচক দাঁড়ায় ১৪১, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

সব মিলিয়ে, জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়েই দেশে কনকনে শীতের আমেজ বজায় থাকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ