Views Bangladesh Logo

ফিরছে ‘কোক স্টুডিও বাংলা’

নপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’ আবারও নতুন গান নিয়ে ফিরছে। সম্প্রতি ‘কোক স্টুডিও বাংলা’র কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের একটি ফেসবুক পোস্ট এই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে।

আয়োজক প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোক স্টুডিও বাংলার বহুল প্রতীক্ষিত সিজন-৩ আগামী শনিবার (২৩ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে। এই সিজনে দর্শক-শ্রোতারা বরাবরের মতোই মিউজিক্যাল ফিউশন, প্রাণবন্ত পরিবেশনা এবং চমকপ্রদ সব নতুন আয়োজন উপভোগ করতে পারবেন।

ইতোমধ্যে এই সিজনের তিনটি জনপ্রিয় গান প্রকাশিত হয়েছে, যার সর্বশেষটি ছিল ওয়ারফেজ ব্যান্ডের বিখ্যাত গান 'অবাক ভালোবাসা'-র নতুন সংস্করণ। সামনে আরও ছয়টি নতুন গান প্রকাশ পাবে, যেখানে দেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি উদীয়মান প্রতিভারাও কাজ করবেন। এতে করে সংগীতের সৃজনশীলতা আরও নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ