Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে ককটেল বিস্ফোরণ

 VB  Desk

ভিবি ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কবরস্থানে একের পর এক শক্তিশালী ককটেল বিস্ফোরণে বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণে কবরস্থানটির সীমানা প্রাচীর ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামে একটি বসতবাড়ির পেছনের ওই কবরস্থানে ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরিত হয়। ঘরে তৈরি ককটেলগুলো সেখানে পুঁতে রাখা হয়েছিল বলে দাবি করেছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, বিকট বিস্ফোরণের শব্দে বাসিন্দারা ঘর থেকে বের হয়ে সেখানে ধোঁয়া উড়তে দেখা গেছে। সম্ভবত সংরক্ষণের জন্য বিস্ফোরকগুলো ইচ্ছাকৃতভাবে পারিবারিক কবরস্থানটিতে পুঁতে রাখা হয়েছিল।

তবে, ছয় থেকে সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ককটেলগুলো মাটির নিচে মজুদ করা হয়েছিল। তবে এর উদ্দেশ্য এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ