ধানমন্ডিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ
রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ একটি মিছিল বের করেন। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে বের হওয়া ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে মিছিলটি দ্রুত শেষ করে নেতাকর্মীরা সরে পড়েন।
ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, 'বিকেল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি-২৭ নম্বরে আওয়ামী লীগের মিছিলের খবর আমরা পাই। পৌনে চারটার দিকে সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আর পাওয়া যায়নি। বিস্ফোরণের বিষয়টি আমরা শুনেছি, তবে ককটেল বিস্ফোরণ হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে