হাতিরঝিলে ককটেল বিস্ফোরণে মোটরসাইকেলে আগুন
রাজধানীর হাতিরঝিলে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে