Views Bangladesh Logo

শেষ হলো গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আজ (শুক্রবার)।

শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০টি কেন্দ্রে একযোগে এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন মোট ৭২ হাজার ৬২ জন শিক্ষার্থী। এরপরে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘বি’ ইউনিটের পরীক্ষা সু শৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ২০টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ