ক্লাব বিশ্বকাপ: মেসির মায়ামিকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে পিএসজি
প্রায় দুই বছর আগে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। দীর্ঘদিন পর পুরনো ক্লাবের বিপক্ষে মাঠে নামলেও সেই ম্যাচ মোটেও সুখকর হলো না আর্জেন্টাইন মহাতারকার জন্য। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেসির মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউরোপিয়ান জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
রোববার যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষকে চার গোল হজম করায় ফরাসি ক্লাবটি। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি।
ম্যাচের ৬ মিনিটেই গোলের সূচনা করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। বাঁ দিক থেকে আশরাফ হাকিমির বাড়ানো ক্রসে দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি। এরপরও একের পর এক আক্রমণে বিপর্যস্ত করে তোলে ইন্টার মায়ামির রক্ষণভাগকে।
৩৯ মিনিটে আবারও গোল করেন নেভেস, এবার নিচু শটে মায়ামির গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৪৪ মিনিটে এক আত্মঘাতী গোলে স্কোরলাইন ৩-০ হয়। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে (৪৫ মিনিটে) হাকিমি ফিরতি বল টোকা মেরে করেন পিএসজির চতুর্থ গোল।
বিরতির পর ইন্টার মায়ামি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পিএসজির রক্ষণভাগ ভাঙতে পারেননি মেসি ও তার সতীর্থরা। মাঝমাঠে কিছুটা সক্রিয় হলেও মেসির কার্যকারিতা ছিল সীমিত। দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলেসহ একাধিক খেলোয়াড় বদলি হিসেবে মাঠে নামেন, তবে গোলের সংখ্যা আর বাড়েনি।
এই জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিলের ফ্লামেঙ্গো অথবা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে