হাদি হত্যা মামলার আসামির ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যা মামলার আসামি মোটরসাইকেলচালক আলামগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন রহমান শিকদার (৩২)–কে বিদেশি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকালে রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে হিমন রহমান শিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, হিমন ওই হোটেলেই লুকিয়ে ছিলেন এবং সেখান থেকেই নেপথ্যে থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলামগীর এবং হিমন ছিলেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে