চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বর্তমানে নয়টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে, ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি কম।
বুধবার (৩ সেপ্টেম্বর) ক্লাস পরীক্ষা চালু হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, শহীদ মিনার, সমাজবিজ্ঞান ঝুপড়ি এবং কলা ঝুপড়িতে শিক্ষার্থীদের উপস্থিতি নেই।
সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, এবং ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টিসহ কয়েকটি ফ্যাকাল্টির শ্রেণিকক্ষ প্রায় খালি ছিল। শুধু কয়েকটি বিভাগ নিয়মিত একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা কার্যক্রম চলতে দেখা গেছে।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিরুল ইসলাম উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে একাডেমিক চক্রকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘অনেক বিভাগের একাডেমিক ক্যালেন্ডার শেষ হয়েছে, তাই পরীক্ষা শুরু হয়েছে। কিছু বিভাগ শেষ পর্যায়ে রয়েছে। এই সময়ে স্বাভাবিকভাবেই উপস্থিতি কম থাকে।’
অভ্যন্তরীণ পরীক্ষার পরিচালনায় দায়িত্বে থাকা অধ্যাপক মমতাজ উদ্দিন নিশ্চিত করেছেন যে, নির্বাচিত বিভাগে পরীক্ষা শুরু হয়েছে। তিনি বলেন, ‘সাম্প্রতিক অস্থিরতার পর নয়টি বিভাগে আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। বিভাগগুলোকে তাদের শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির ভিত্তিতে পরীক্ষা পরিচালনা বা স্থগিত করার স্বাধীনতা দেওয়া হয়েছে।’
এদিকে, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান আশ্বাস দিয়েছেন যে একাডেমিক কার্যক্রম এবার থেকে বাধাহীনভাবে চলবে। তিনি বলেন, ‘এখন থেকে ক্লাস নিয়মিতভাবে চলবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আহত শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে