একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেয়া হচ্ছে।
ফল প্রকাশের সঙ্গে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী নির্বাচিত কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তাদের নির্ধারিত নিশ্চায়ন ফি পরিশোধ করে আসন নিশ্চিত করতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে