Views Bangladesh Logo

আজ একাদশে ভর্তির শেষ দিন, ক্লাস শুরু সোমবার

০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে আজ (১৪ সেপ্টেম্বর)। নির্বাচিত শিক্ষার্থীদের আজই ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

শিক্ষা বোর্ড জানায়, তৃতীয় ধাপ শেষে এখনও ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী ভর্তি হয়নি, যাদের মধ্যে ২৯৫ জন জিপিএ-৫ প্রাপ্ত। তবে বেশিরভাগ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক বলেন, অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম স্বচ্ছ ও সফলভাবে শেষ হয়েছে। আমাদের লক্ষ্য, কোনো শিক্ষার্থী যেন শিক্ষার বাইরে না থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ