Views Bangladesh Logo

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৩০ জুলাই, ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া আগামী ৩০ জুলাই থেকে শুরু হয়ে চলবে ১১ আগস্ট পর্যন্ত। শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

আগামী ২০ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য তালিকা প্রকাশ করা হবে এবং চলবে ভর্তি কার্যক্রম। আর চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে।

আগের বছরের মতো এবারও কোনো ভর্তি পরীক্ষা নেয়া হবে না। শুধুমাত্র এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচিত করা হবে। তবে আদালতের নির্দেশনা থাকলে নটরডেম কলেজসহ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি পরীক্ষা নিতে পারবে।

সরকারি নীতিমালা অনুযায়ী, ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে পূরণ করা হবে, এবং বাকি ৭% আসন নির্দিষ্ট কোটার জন্য বরাদ্দ থাকবে। এর মধ্যে ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের সন্তানদের জন্য, ১ শতাংশ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার কর্মীদের সন্তানদের জন্য এবং ৫ শতাংশ মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বরাদ্দ থাকবে।

কোনো কোটা পূরণ না হলে, সেসব আসন মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। কোনো আসন শূন্য রাখা যাবে না। এ-সংক্রান্ত সরকারি নির্দেশিকা বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ