Views Bangladesh Logo

কাকরাইলে জাপা ও গণঅধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপার কর্মী ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এ সংঘর্ষ হয়।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের কর্মীরা তাদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় হামলা চালিয়েছে। তবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, জাতীয় পার্টির কর্মীরাই তাদের শান্তিপূর্ণ মিছিলে প্রথম ইট ছুড়ে হামলা শুরু করে।

এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। ঘটনার পরপরই পুলিশ ও সেনাসদস্যসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রমনা থানার পরিদর্শক (অপারেশনস) আলম খন্দকার বলেন, ‘সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানানো হবে।’

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের সময় প্রতিটি নির্বাচনে অংশ নিয়েছে। সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করলেও একই সঙ্গে তারা সরকারেও অংশ নিয়েছিল, যার কারণে দলটি নানা বিতর্কের মুখে পড়ে। গণঅধিকার পরিষদসহ বেশ কিছু রাজনৈতিক দল অভিযোগ করে আসছে যে, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করছে। এসব দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও তুলেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ