Views Bangladesh Logo

ভাঙ্গায় ফের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

রিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। এসময় যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে অবরোধ কর্মসূচি স্থগিত থাকলেও সাড়ে ১০টার পর বিক্ষোভকারীরা ফের সড়কে নামে। তারা টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।

এর আগে সকালে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান চালায় এবং নিরাপত্তা জোরদার করে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা টানা তিন দিনের অবরোধের ঘোষণা দিয়েছিল, যা রোববার থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত চলার কথা ছিল। রোববার সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরুদ্ধ রাখে তারা।

তবে আজ সাড়ে ১০টার পর পুনরায় অবরোধ শুরু হলে জনজীবন আংশিকভাবে স্থবির হয়ে পড়ে। স্থানীয়রা বলেন, কয়েক দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ চলায় ভোগান্তি বাড়ছে। তারা আশা প্রকাশ করেন যে সরকার ভাঙ্গাবাসীর দাবি মেনে নেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, ভোর থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। জনভোগান্তি কমাতে এবং জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি জানান।

এদিকে, রাতে ভাঙ্গায় রেলপথ ও মহাসড়ক অবরোধকে ঘিরে একটি মামলা হয়েছে। ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে ৯০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো একশো থেকে দেড়শো জনকে আসামি করে মামলাটি করেন।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা রয়েছে। আর ফরিদপুর-২ আসনে নগরকান্দা ও সালথা উপজেলা অন্তর্ভুক্ত। তবে নির্বাচন কমিশনের ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গার বাসিন্দারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ