Views Bangladesh Logo

পোষ্য কোটা ইস্যুতে রাবিতে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় উপ–উপাচার্য ও প্রক্টরের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপ–উপাচার্যসহ শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ চলছিল।

ধাক্কাধাক্কির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ–সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ কয়েকজন আহত হন।

এর আগে দুপুরে শিক্ষার্থীরা উপ–উপাচার্যদের বাসভবনে তালা লাগিয়ে দেন। এতে ভেতরে প্রবেশ করতে না পেরে উপ–উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ফিরে আসেন। পরে তারা জুবেরী ভবনের দিকে গেলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পেছনে যান।

জুবেরী ভবনের বারান্দায় পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করেন। তখনই ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা উপ–উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে ঘিরে ফেলেন। তিনি ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে সেখানেই তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এর মধ্যে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ কয়েকজন শিক্ষক সেখানে যোগ দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, `শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। এ সময় প্রশাসন ভবনে উপ–উপাচার্য স্যারের গাড়ি আটকে দেয়া হয়। পরে তিনি হেঁটে বাসার দিকে যাচ্ছিলেন; কিন্তু বাসায় যেতে দেয়া হয়নি। এরপর আলোচনার জন্য পাশের জুবেরী ভবনে প্রবেশ করতে চাইলে সামনে শিক্ষার্থীরা দাঁড়ান। তখন এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। কে বা কীভাবে শুরু করেছে, আমি জানি না।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ