চুয়াডাঙ্গায় শিশুর ‘শরীর নিয়ে কটূক্তির’ জেরে দুই পরিবারের সংঘর্ষ, আহত ১০
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শিশুর শরীর নিয়ে কটূক্তির জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নারীসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শাখারিয়া দাসপাড়ায়। স্থানীয় সূত্র জানায়, এক রোগা শিশুকে সহপাঠীরা ঠাট্টা করে ‘মোটা’ বলে ডাকলে পরিবারগুলোর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষ লাঠি, রড, দা ও ছুরি দিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
এ সময় দুই পরিবারের সদস্যরা একে অপরের বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও হামলা চালায় বলে জানা গেছে। এতে মাথায় আঘাত ও হাত-পা ভাঙাসহ অনেকে গুরুতর জখম হন।
আহতদের একজন প্রশান্ত কুমার দাস অভিযোগ করেন, নিত্য দাস ও তার পরিবার তার বাড়িতে প্রবেশ করে তার স্বজনদের ওপর হামলা চালায়। তার ভাতিজা মাইকেল দাসের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় এবং প্রশান্ত নিজেও বাঁ হাতে আঘাত পান। তিনি আরও দাবি করেন, এ সময় তার বাড়ি থেকে ১৩ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি লুট করা হয়।
অন্যদিকে পাল্টা অভিযোগে সোনা দাস বলেন, প্রশান্ত দাস ও তার স্বজনরা তাদের বাড়িতে ঢুকে তার ভাই সীমান্ত দাসকে দা দিয়ে কুপিয়ে জখম করে। তিনি অভিযোগ করেন, ভাইকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয় এবং তার মা ও ভাবিকে মারধর ও হয়রানি করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনা নিশ্চিত করে বলেন,
'এক শিশুকে মোটা বলে ডাকার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। উভয়পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে