Views Bangladesh Logo

চবিতে ফের সংঘর্ষ, প্রক্টরহ আহত ১৫

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতের সংঘর্ষের পর (চবি) আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও রয়েছেন।

শিক্ষার্থীরা জানান, একসঙ্গে তিন দিক থেকে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী গুরুতরভাবে আহত হন।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ২ নম্বর গেটের কাছে শাহাবুদ্দীন ভবন নামের একটি বাসায় বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের প্রথম বর্ষের নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। পরবর্তী সময়ে এ ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসজুড়ে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে দলে দলে শিক্ষার্থীরা বেরিয়ে আসে ২ নম্বর গেটের দিকে।

অভিযোগ রয়েছে, স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ডাক দেয়। মূলত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীদের অনেকেই ছুরিকাঘাতে গুরুতর জখম হন।

ঘটনার পর থেকে সকালে পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার কথা ভেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ