জাবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাফেটেরিয়া এলাকায় রোববার (১৭ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের উপস্থিতিতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
শাখা ছাত্রদলের অর্ধশতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী বাইক শোডাউন নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করলে উত্তেজনা শুরু হয়। তারা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের অনুসারীরা তাদের ঢুকতে বাধা দেন। এতে উত্তেজনা বৃদ্ধি পেয়ে হাতাহাতি শুরু হয়। এই সময় কিছু বহিরাগতকেও ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে।
শাখা ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৮ আগস্ট শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি এবং ১৭টি হলে কমিটি ঘোষণা করা হয়। এতে ছাত্রলীগ, ছাত্রশিবির, ছিনতাইকারী, মাদকসেবী ও নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে অভিযুক্তদের পদ দেয়া হয় বলে অভিযোগ উঠেছিল। এর পর কয়েকদিন ধরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শোডাউন দিচ্ছিলেন। এছাড়া, কমিটি ঘোষণার পর শাখা ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতাকে ৯ দিন যাবত ক্যাম্পাসে দেখা যায়নি। বিষয়টিকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে আসেন এবং শাখা ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার সঙ্গে দেখা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে আলাদা করতে চেষ্টা করে। কিছুক্ষণ পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। এরপর শাখা ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা ও তাদের অনুসারীরা লাউঞ্জ থেকে বের হয়ে নিচের তলায় অবস্থান নেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের মধ্যে আমাদের সংগঠনের বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মী রয়েছেন। এছাড়া একটি স্বার্থান্বেষী গোষ্ঠীও এতে জড়িত ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ বিষয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। প্রক্টরিয়াল টিম তা নিবৃত্ত করতে সক্ষম হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে