Views Bangladesh Logo

খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষে আহত ৩০

 VB  Desk

ভিবি ডেস্ক

খুলনার মুজগুন্নিতে একটি বস্তি এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

  গৃহায়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মুজগুন্নির দুই একর জমিতে প্রায় ২০০ পরিবার বসবাস করে। ১৯৮৭ সালে ওই জমির প্লটগুলো বিক্রি করা হয়েছিল, তবে ৪২ জন ক্রেতা এখনো দখল পাননি। রোববার সকালে জমি হস্তান্তরের জন্য উচ্ছেদ অভিযান শুরু হয়। শুরু থেকেই বাসিন্দারা টায়ার জ্বালিয়ে ও গাছের ডাল ফেলে বাধা দেন। সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ করে।

এ সময় স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। অভিযানে আনা একটি বুলডোজার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়। জমি ছাড়ার আগে সঠিক পুনর্বাসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছেদ অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কয়েকজন পুলিশ সদস্য ও স্থানীয়রা আহত হয়েছেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ