Views Bangladesh Logo

নোয়াখালীতে শিবির-বিএনপি কর্মীদের সংঘর্ষে আহত ২০

 VB  Desk

ভিবি ডেস্ক

নোয়াখালীর সদর উপজেলায় ইসলামী ছাত্রশিবির ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) বিকেলে নওয়াজপুর ইউনিয়নের কাশিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবরে জানা যায়, আগের দিন (শনিবার) কাশিমবাজার মসজিদে কুরআন শিক্ষা কার্যক্রম চলাকালে এক যুবদল নেতা শিবির কর্মীদের ওপর হামলা চালান এবং ছাত্রদের মসজিদ থেকে বের করে দেন বলে অভিযোগ ওঠে। রোববার দুপুরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বিকেলে প্রতিবাদ জানাতে শিবির একই মসজিদে কুরআন তেলাওয়াত কর্মসূচি ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসর নামাজের পর বিএনপি কর্মীরা মসজিদের বাইরে জিয়াউর রহমানের সমর্থনে স্লোগান দিতে শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, “বিএনপি আমাদের শান্তিপূর্ণ কুরআন ক্লাসে হামলা চালিয়েছে। আমাদের ভাইয়েরা মসজিদের ভেতরে আহত অবস্থায় পড়ে আছেন অথচ আইনশৃঙ্খলা বাহিনী নীরব। তাদের হাসপাতাল নেয়ারও অবস্থা নেই। মসজিদে বারবার হামলা একেবারেই অগ্রহণযোগ্য।”

নওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল বলেন, “নামাজ শেষে মসজিদের ভেতর থেকে হামলা শুরু হয়। সাবেক যুবদল সভাপতি ফারুকের দুই ভাইসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মসজিদের ভেতর থেকেই বারবার হামলা চালানো হচ্ছে।”

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। পুলিশের পৌঁছাতে কিছুটা সময় লেগেছে, তবে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ