নগর ভবনে ইশরাক সমর্থকদের সংঘর্ষে আহত ২ জন
মঙ্গলবার ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুইজন আহত হন।
আহতরা হলেন মনির হোসেন (৪৫) ও মাহিদুল ইসলাম (৩৫)। দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, সংঘর্ষের সময় তারা আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনা ঢাকায় আসন্ন রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে বিএনপি সমর্থকদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেন এক জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। যেখানে তিনি এই সংঘর্ষ ও ডিএসসিসির সেবা সমস্যাসহ চলমান জনদুর্ভোগ নিয়ে কথা বলবেন। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও, ইশরাকের গণমাধ্যম সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আগামীকাল বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে