Views Bangladesh Logo

ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

 VB  Desk

ভিবি ডেস্ক

রিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা মহাসড়কে এই সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিটাক ভবনের মাঠে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা চলাকালে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের এক সিনিয়র শিক্ষার্থীকে ক্ষমা চাইতে বাধ্য করে। খবরটি ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয় এবং পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে অন্তত তিনজন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের পর দুই বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, 'ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। শনিবার উভয় পক্ষকে নিয়ে বৈঠক হবে।'

তবে এ বিষয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কোনো শিক্ষার্থী মন্তব্য করতে রাজি হননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ