Views Bangladesh Logo

জমকালো আয়োজনে অনুষ্ঠিত সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

মকালো আয়োজনে সম্পন্ন হয়েছে সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন ‘কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ (সিজেএফবি) পারফরম্যান্স অ্যাওয়ার্ড। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান।

অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় জুরিবোর্ডের রায়ে সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনাম সরকার। প্রধান অতিথি ছিলেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা তামিম হাসান।

একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, “একুশে টেলিভিশন বাংলাদেশের সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। সংস্কৃতির বিকাশ ঘটলে দেশও এগিয়ে যাবে।”

সিজেএফবি’র যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান জানান, “জমকালো আয়োজনে ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি শুধু সম্মাননা নয়, বরং শিল্পীদের জন্য এক অনুপ্রেরণা।”

অনুষ্ঠানের শুরুতে জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে রাতজুড়ে তারকাখচিত এই আসরে চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন শাকিব খান এবং শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাসুমা রহমান নাবিলা। সমালোচক প্যানেলে ‘বেস্ট ক্রিটিক ফিমেইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন জয়া আহসান। নাটক বিভাগে সেরা অভিনেতা জিয়াউল হক পলাশ ও সেরা অভিনেত্রী তানজিন তিশা। ওয়েব ফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ।

সংগীত বিভাগে সেরা গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল, সেরা গায়িকা সোমনূর মনির কোনাল, সেরা সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ এবং সেরা গীতিকার আসিফ ইকবাল। এ ছাড়া সংস্কৃতি ও করপোরেট অঙ্গনের ১৩ জনকে প্রদান করা হয় সিজেএফবি জুরি অ্যাওয়ার্ড।

তারকাখচিত এই আয়োজনে সংগীত পরিবেশন করেন বেবী নাজনীন, কোনাল, ইমরান ও ঐশী। নৃত্য পরিবেশনায় অংশ নেন পূর্ণিমা, চাঁদনী, তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী, সজল ও তাসনুভা তিশা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ