Views Bangladesh Logo

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ছড়ানোয় ১৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করলো সিআইডি

 VB  Desk

ভিবি ডেস্ক

লমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ভুয়া প্রশ্নপত্র ছড়ানো এবং প্রতারণা প্রতিরোধে পদক্ষেপ হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে সেগুলো বন্ধ করে দিয়েছে। এসব অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক পেজ, গ্রুপ, ব্যক্তিগত প্রোফাইল, টিকটক অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল অন্তর্ভুক্ত রয়েছে।

রোববার সিআইডি এক বিবৃতিতে জানায়, তাদের সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এসব প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে মোবাইল নম্বর ও আইপি অ্যাড্রেসসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ সংগ্রহ করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

সিআইডি আরও জানায়, ভুয়া তথ্য এবং এসএসসি পরীক্ষাকে ঘিরে আর্থিক প্রতারণা প্রতিহত করতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, যা তাদের দ্রুত তথ্য বিশ্লেষণ ও গুজব দমন করতে সহায়তা করছে। পরীক্ষার শুরুর আগেই একটি সংগঠিত চক্র ভুয়া প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা এবং প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছিল।

সিআইডি কর্মকর্তারা জানান, চলতি বছর এই ধরনের ঘটনার পরিমাণ আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে, যার ফলে পরীক্ষার্থীদের ও তাদের পরিবারের মধ্যে আস্থা অনেকটাই ফিরে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ