Views Bangladesh Logo

সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক

 VB  Desk

ভিবি ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের সাবেক এপিএস এএইচ এম ফুয়াদের (৫২) স্থাবর–অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ক্রোক করা সম্পদের মোট মূল্য ৫ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫৮৬ টাকা, যার মধ্যে রয়েছে একটি ফ্ল্যাট ও ৩৮.৯৩৩ শতাংশ জমি।

ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে এ সম্পত্তি ক্রোক করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, মানিলন্ডারিং তদন্তে উঠে এসেছে যে মন্ত্রী থাকাকালে ফুয়াদ ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন বরকত এবং তার ভাই ইমতিয়াজ হোসেন রুবেলকে সাথে নিয়ে ‘হেলমেট বাহিনী’ গঠন করেন। এই বাহিনী ব্যবহার করে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, গণপূর্ত, বিএডিসি, পাসপোর্ট অফিস, বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়েসসহ বিভিন্ন সরকারি দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণে নেন। এসব টেন্ডার থেকে নিয়মিত কমিশন নিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তোলেন তিনি।

এ ছাড়া ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে ফুয়াদের বিরুদ্ধে। তদন্তে পাওয়া গেছে, নিজের নামে ছাড়াও প্রথম স্ত্রী ফারজানা ফুয়াদ, দ্বিতীয় স্ত্রী তাছলিমা আক্তার বাবলী ও দ্বিতীয় পক্ষের শাশুড়ি নাদিরা বেগমসহ বিভিন্ন জনের নামে জায়গা–জমি ক্রয় করেছেন তিনি। এসব সম্পত্তির দখল রয়েছে তার আত্মীয়–স্বজনদের হাতে। পাশাপাশি বেনামে বিলাসবহুল বাস কিনে পরিবহন খাতেও বিনিয়োগ করেছেন।

তদন্ত শেষে সিআইডি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ