Views Bangladesh Logo

ট্রেলারেই ঝড় তুললো ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি'

ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’র ট্রেলার এসেছে সোমবার রাতে আর তাতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা ।

মুক্তির পর ১ মিনিট ৫৪ সেকেন্ডের ট্রেলারটিতে দেখা গেল জাহাজডুবি, দানবের সঙ্গে লড়াই আর সেনাদের ঘরে ফেরানোর লড়াই।

সোমবার রাতে হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য ওডিসি’র প্রথম টিজার প্রকাশ করেছে ইউনিভার্সাল।

ট্রেলারে ওডিসিয়াসকে কখনো স্থলপথে হাঁটতে, কখনো সাগরে পাল তুলতে, আবার কখনো অন্ধকার গুহার ভেতর দিয়ে এগোতে দেখা যায়- একটি গুহায় ছায়ার ভেতর আবির্ভূত হয় এক বিশাল ও ভয়ংকর প্রাণী।

এই ছায়াছবির কেন্দ্রীয় চরিত্র গ্রিক বীর ওডিসিউস, যার ভূমিকায় অভিনয় করছেন ম্যাট ডেমন। ট্রয় যুদ্ধের পর দীর্ঘ ও বন্ধুর পথে নিজের দেশে ফেরার সংগ্রামই ছবির মূল কাহিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনিভার্সাল প্রথমবারের মতো ডেমনের চরিত্রের লুক প্রকাশ করেছিল।

ছবিতে ম্যাট ডেমনের সঙ্গে আরও অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া, টম হল্যান্ড, লুপিটা নিওঙ্গ, শার্লিজ থেরন, মিয়া গথ, বেনি সাফদি, জন বার্নথাল, জন লেগুইজামোসহ অনেকে। নোলান নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন এবং স্ত্রী এমা থমাসের সঙ্গে যৌথ প্রযোজনা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ