Views Bangladesh Logo

চট্টগ্রাম কলেজে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের ব্যানারে এ অবস্থান কর্মসূচিতে কলেজের শত শত শিক্ষার্থী অংশ নেয়।

এসময় শিক্ষার্থীরা অফিসিয়ালি ছাত্র রাজনীতি বন্ধ, শহীদ ওয়াসিমের নামে কলেজের বিশেষ কোনও স্থাপনার নামকরণ, হল সংস্কার, পতিত স্বৈরাচারের অপকর্মে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং কলেজে বিভিন্ন সময় নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ শাখার সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদ বলেন, শহীদদের ত্যাগ আমাদের অঙ্গীকারে শক্তি যোগায় এবং তাদের আদর্শ আমাদের পথ প্রদর্শন করে।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এসময় চট্টগ্রাম কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবি জানান তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ