Views Bangladesh Logo

ঢাকায় চীনা ভিসা অফিস বন্ধ থাকবে ৮ দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনের জাতীয় দিবস ও অন্যান্য ছুটি উপলক্ষে ঢাকায় চীনা ভিসা অফিস টানা আট দিন বন্ধ থাকবে। আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ভিসা সেবা স্থগিত থাকবে বলে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চীনা দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ৯ অক্টোবর থেকে ভিসা অফিসের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে। তবে ২৬ সেপ্টেম্বর এবং ১০ অক্টোবর নিয়মিত কর্মদিবসে অফিস খোলা থাকবে।

ভিসা আবেদনকারীদের নির্ধারিত সময় মেনে আবেদন করার পরামর্শ দিয়েছে দূতাবাস, যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ