Views Bangladesh Logo

বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়েছে ৩০০ শতাংশ: বাণিজ্য উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’-এ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে।

উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘আমাদের দুর্বলতা চিহ্নিত করে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগালে বাংলাদেশের উন্নয়নের সুযোগ আরও বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিক উন্নয়নে এখনও পিছিয়ে রয়েছে।’

সড়ক ও পরিবহন অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ভয়াবহ। এজন্য চীনের সঙ্গে অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা কামনা করা হয়েছে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্যারিফ ইস্যুতে আগামী রোববার ঢাকায় একটি প্রতিনিধি দল আসবে। শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্যারিফ কাঠামো ও প্রণয়ন সংক্রান্ত আলোচনা হবে।

চীনা দূতাবাস আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি ও চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ