বিএনপি নেতাদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান ও সেলিমা রহমান এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সম্প্রতি চীন সফরে যাওয়া বিএনপির প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে এসেছিলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২৭ জুন থেকে পাঁচ দিনের ওই সফরে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতা বাড়ানোসহ চীন এবং বাংলাদেশের শীর্ষ বিরোধী দলের মধ্যে চলমান কূটনৈতিক সম্পর্কে জোর দেয় সফরটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে