স্থগিত করা হলো চীন-বাংলাদেশ নাট্য উৎসব
অনিবার্য কারণবশত শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য চীন-বাংলাদেশ ‘নাট্য উৎসব’ স্থগিত করা হয়েছে। উৎসবের নতুন তারিখ এবং সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির এই ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে চীনা দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব স্থগিত করা হয়েছে। এই উৎসবটি আজ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছিল, বাংলাদেশ ও চীনের মধ্যে চলমান সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উদযাপনের অংশ হিসেবে এক দিনের এই উৎসবের আয়োজন করা হয়েছিল। এটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত ছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে