Views Bangladesh Logo

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গভীর গুরুত্ব দেয় চীন: শি জিনপিং

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশকে চীন অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং দুই দেশের সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে।

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় শি এই মন্তব্য করেন। শনিবার ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃতিতে বার্তাটি প্রকাশ করে।

শি জিনপিং বলেন, গত পাঁচ দশকে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে নানা পরিবর্তন এলেও চীন ও বাংলাদেশ সব সময় ‘শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি’র ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। পারস্পরিক সম্মান, সমতা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত এই সম্পর্ক।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ পারস্পরিক আস্থা আরও দৃঢ় করেছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতা এগিয়ে নিয়েছে এবং বহুমাত্রিক ক্ষেত্রে অংশীদারিত্ব বিস্তৃত করেছে। এর ফলে দুই দেশের মধ্যে সর্বাত্মক কৌশলগত সহযোগিতা আরও গভীর হয়েছে।

শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গভীর গুরুত্ব দেয়।

তিনি বাংলাদেশের প্রেসিডেন্টের সঙ্গে মিলে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও দৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের মানুষের কল্যাণে যৌথ উন্নয়ন এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বিশ্বশান্তি ও উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন তার বার্তায় বলেন, গত ৫০ বছরে পারস্পরিক সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে বাংলাদেশ ও চীন এক গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে, যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে।

তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি অর্জনে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

প্রেসিডেন্ট সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, দুই দেশের নেতৃত্ব ও জনগণের যৌথ প্রচেষ্টায় দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও ফলপ্রসূ ও দৃঢ় হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ