জুলাই আহতদের জন্য বাংলাদেশে রোবটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করবে চীন
জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসনের জন্য বাংলাদেশে রোবটিক ফিজিওথেরাপি কেন্দ্র স্থাপন করবে চীন।
কেন্দ্রটি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (সাবেক বিএসএমএমইউ) স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে আহতরা এখানে চিকিৎসা নিতে পারবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডা. সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, চীন জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য রোবটিক ফিজিওথেরাপি সেবা দিতে চেয়েছে। আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিকে (বিএমইউ) জায়গা দিতে বলেছি, তারা রাজি হয়েছে। এটি চীনা সরকারের পুনর্বাসন সহায়তার অংশ।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে শুধু আহতদের জন্য কেন্দ্রটি চালু হবে, তবে পরে সবার জন্য উন্মুক্ত করা হবে। এর মাধ্যমে বাংলাদেশে আধুনিক ফিজিওথেরাপি প্রযুক্তির সূচনা হবে।’ এই কেন্দ্র পরিচালনার জন্য চীনের বিশেষজ্ঞরা বাংলাদেশি ফিজিওথেরাপিস্টদের প্রশিক্ষণ দেবেন।
ডা. সাইদুর রহমান জানান, এই কেন্দ্র চালু হতে দুই থেকে আড়াই মাস সময় লাগবে। ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, চীনা বিশেষজ্ঞরা ১০ দিনের একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন।
বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসান জানান, দুই সপ্তাহ আগে চীনের একটি বিশেষজ্ঞ দল হাসপাতালের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। তারা বেজমেন্ট, ব্লক-এ’র চতুর্থ তলা ও বেতার ভবন পরিদর্শন করে সম্ভাব্য স্থানের খোঁজ নিয়েছে। স্থান চূড়ান্ত হলে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে