Views Bangladesh Logo

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের গভীর শোক প্রকাশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চীন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো এক শোকবার্তায় এ অনুভূতি প্রকাশ করেন।

শোকবার্তায় ওয়াং ই বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

চীনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনীতিবিদ, যিনি চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন এবং চীন–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার প্রধানমন্ত্রিত্বকালে দুই দেশ দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সহযোগিতামূলক অংশীদারত্ব গড়ে তোলে।

শোকবার্তায় চীন বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জানায়, চীন–বাংলাদেশ সম্পর্কের অগ্রগতিতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

এতে আরও বলা হয়, চীন ভবিষ্যতেও বাংলাদেশ সঙ্গে কাজ করে যেতে আগ্রহী—দুই দেশের প্রবীণ প্রজন্মের নেতাদের গড়ে তোলা বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করা এবং চীন–বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ