Views Bangladesh Logo

গার্মেন্টস খাতে চীনের ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় চীনা দূতাবাসে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান তিনি।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাত আরও শক্তিশালী হবে এবং রপ্তানি আয় বাড়বে। তিনি আরও জানান, চীনা উদ্যোক্তারা বাংলাদেশে বিদ্যুৎচালিত যানবাহন খাতেও বিনিয়োগে আগ্রহী। তবে উচ্চ শুল্ক ও সহায়ক নীতিমালার অভাব এ খাতে সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার দ্রুত নীতিমালাকে যুগোপযোগী করবে এবং এ বিষয়ে ঢাকা চেম্বারকেও সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান।

চীনের রাষ্ট্রদূত মনে করেন, বাংলাদেশের মোট রপ্তানির ৮৫ শতাংশ তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল হওয়ায় এটি দীর্ঘমেয়াদে টেকসই নয়। তাই সম্ভাবনাময় খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে রপ্তানি পণ্যের বৈচিত্র্য ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ জানান, ২০২৪ অর্থবছরে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে চীন থেকে আমদানি হয়েছে ১৬.৬৪ বিলিয়ন ডলার এবং রপ্তানি মাত্র ৭১৫.৩৮ মিলিয়ন ডলার।

তিনি বলেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও এলডিসি থেকে উত্তরণের লক্ষ্যে চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে হবে। একই সঙ্গে তিনি অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আইটি, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং, পাদুকা, চিকিৎসা সরঞ্জাম, এপিআই, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ