নিখোঁজের পরদিন মসজিদে মিলল শিশুর মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক মসজিদের দ্বিতীয় তলা থেকে মায়মুনা আক্তার ময়না (৯) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) সকালে শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়া জামা মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত ময়না ওই এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে ময়না নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে রাতে তার মা লিজা আক্তার সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রবিবার সকালে প্রতিদিনের মতো শিশুরা মসজিদের দ্বিতীয় তলায় আরবি শেখার জন্য গেলে তারা একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ছুটে এসে মরদেহ শনাক্ত করে এবং বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে মসজিদের দ্বিতীয় তলায় ফেলে রাখা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে