Views Bangladesh Logo

নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটি এখনো উদ্ধার হয়নি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা রাতভর অভিযান চালিয়ে এখন সুড়ঙ্গ খোঁড়ার কাজ করছেন। নলকূপটির পাশে প্রায় ৩০ ফুট গভীর পর্যন্ত মাটি খুঁড়ে ফেলার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে উদ্ধারকারী দল শিশুটির দিকে পৌঁছাতে সুড়ঙ্গ তৈরির চেষ্টা শুরু করে।

শিশুটি পড়ে যায় বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তানোরসহ চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শুরুতে একটি স্কেভেটর দিয়ে খনন করা হলেও পরে আরও দুইটি স্কেভেটর যোগ করা হয়।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেছে স্থানীয় মানুষজন; যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড় নিয়ন্ত্রণে ব্যস্ত থাকতে হচ্ছে।

বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েকবার ক্যামেরা নামিয়ে শিশুটিকে খুঁজে দেখার চেষ্টা করা হলেও ওপর থেকে গড়িয়ে পড়া মাটি ও খড়ের কারণে তাকে দেখা যায়নি। ঘটনার কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও পরে আর কোনো শব্দ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, 'উদ্ধার অভিযান চলছে। গর্ত কাটার কাজ শেষ হয়েছে, এখন সুড়ঙ্গ তৈরি করে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ