Views Bangladesh Logo

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশু উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা

ট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়া ৩ বছরের শিশু মুহাম্মদ মেজবাহকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল মান্নান বলেন, শিশুটিকে রাত সোয়া ৮টার দিকে গর্ত থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছ গ্রামে ঘটনাটি ঘটে। গভীর নলকূপের একটি গর্তে পড়ে শিশুটি নিখোঁজ হয়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সার্চ ভিশন ক্যামেরার মাধ্যমে প্রায় ৩০ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

রাউজান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আলী জানান, শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশু মেজবাহ স্থানীয় দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। শিশুটির মা রাশেদা বেগম বলেন, ঘরের পাশের ঢালু জায়গায় সরকারি প্রকল্পের একটি টিউবওয়েলের জন্য প্রায় তিন বছর আগে গর্তটি করা হয়েছিল। সেখানে খড়কুটো ফেলে ভরাট করার চেষ্টা করা হলেও পুরোপুরি বন্ধ করা হয়নি। বিকেলে ঘরে থাকার সময় পাশে খেলতে থাকা ছেলেটি কখন গর্তে পড়ে গেছে তিনি বুঝতে পারেননি। পরে কান্নার শব্দ শুনে গিয়ে গর্তের ভেতরে ছেলেকে দেখতে পান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গর্তটি একটি সরকারি প্রকল্পের কাজের অংশ হিসেবে করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ