Views Bangladesh Logo

সন্দ্বীপে পারিবারিক বিরোধের জেরে ৬ বছরের শিশুকে হত্যার অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্দ্বীপে বুধবার সকালে পারিবারিক বিরোধের জেরে ছয় বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী জাহাঙ্গীর আলমকে পুলিশ আটক করেছে।

ঘটনাটি সকাল ১১টার দিকে মগধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেলিশার বাজার এলাকায় ঘটে। নিহত আলী হোসেন স্থানীয় বাসিন্দা আবু তাহেরের ছেলে এবং বাশারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর আলম শিশুটির ওপর হামলা চালায়। এতে আলী হোসেনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার মুখ ও কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

স্থানীয়রা দ্রুত তাকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে সন্দ্বীপ চ্যানেল অতিক্রম করার সময় শিশুটি মারা যায়।

ঘটনার পর স্থানীয়রা জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে। সন্দ্বীপ থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে।

তিনি বলেন, 'অভিযুক্তকে আটক করা হয়েছে। আমরা বিস্তারিত তদন্ত করছি এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ