পটুয়াখালীর দশমিনায় ছুরিকাঘাতে শিশু নিহত, আহত ৬
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে এক সহিংস ছুরিকাঘাতের ঘটনায় আট বছর বয়সী এক শিশু নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
নিহত শিশুর নাম সাফায়েত হোসেন। তিনি চরহোসনাবাদ গ্রামের জামাল হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, হামলাকারী একই গ্রামের সবুজ মৃধা (৩০) বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহতদের মধ্যে সাফায়েতের বাবা জামাল হোসেন ও মা নাসিয়াম বেগম প্রাথমিক চিকিৎসা নিয়ে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়া পেয়েছেন। বাবুল সরদার (৪৭) ও পঞ্চিয়ম আলী (৪৭) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, গুরুতর আহত মুইন হাসান (৮) ও মরিয়ম বেগম (২৮)কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সবুজ মৃধা, যিনি নেশাগ্রস্ত ও মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন, রাত প্রায় ৯টার দিকে মৃধা বাড়ির একটি ঘরে ঢুকে নির্বিচারে ছুরিকাঘাত শুরু করেন।
স্থানীয় বাসিন্দা কবির চৌকিদার বলেন, “সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে ভারসাম্যহীন। আমরা তাকে ধরার চেষ্টা করেছিলাম; কিন্তু সে গাছে উঠে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে নিচে নামাতে সক্ষম হন।”
দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কমান্ডার আনোয়ার হোসেন চার ঘণ্টাব্যাপী অভিযানের মাধ্যমে হামলাকারীকে নিরাপদে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে